২০১৯ সালের জানুয়ারিতে বসবে শীতকালীন দলবদলের মৌসুম। আসছে শীতকালীন দলবদলের মৌসুমেই ক্রোয়েশিয়া মিডফিল্ডার লুকা মদ্রিচকে দলে আনতে সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে ইন্টার মিলান। তবে তাদের সেই প্রস্তুতিতে কার্যত পানি ঢেলে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
বর্তমানে রিয়াল মাদ্রিদে আছেন লুকা মদ্রিচ। তাকে ছাড়তে এক অন্যরকম শর্ত সামনে রেখেছে রিয়াল। রিয়াল জানিয়ে দিল, পিএসজি থেকে নেইমার-কিলিয়ান এমবাপ্পের মধ্যে যে কোন একজনকে পেলেই মদ্রিচকে ছাড়বে তারা।
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানান, বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে ছাড়তে তাদের আপত্তি নেই। তবে এর আগে নেইমার-এমবাপ্পের একজনকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসতে হবে।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের পর থেকেই লুকা মদ্রিচকে দলে ভেড়াতে মরিয়া ইন্টার মিলান, অন্যদিকে, সেই বিশ্বকাপের শেষেই নেইমার-এমবাপ্পের প্রতি আগ্রহের কথা জানিয়েছিল রিয়াল।