চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে ইনজুরিতে পরেন ওয়েলসের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল। তাই জাতীয় দলের হয়ে স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারছেন না তিনি।
শনিবার লা লিগায় দেপোর্তিভোর মাঠে রিয়ালের ১-০ গোলে হারের ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জুলেন লোপতেগুই বেলের পেশির চোটের কথা জানান। এই চোটের কারণেই বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না বেল।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েলসের কোচ রায়ান গিগস। আগামী মঙ্গলবার নেশনস লিগে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষেও বেলের খেলা নিয়ে আছে অনিশ্চতায়।
এ ব্যাপারে গিগস বলেছেন, ‘গ্যারেথ কিছুটা পেশির সমস্যায় ভুগছে এবং স্পেনের বিপক্ষে সে থাকছে না। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমরা প্রতিদিন তাকে পর্যবেক্ষণ করছি। আমি বলতে পারি, আয়ারল্যান্ড ম্যাচে তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।’