পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ পিএম, ১০ অক্টোবর ২০১৮
পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বোল্ট

ফাইল ফটো

পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন স্প্রিন্টের রাজা উসাইন বোল্ট। সিডনিতে ম্যাকার্ধার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে আগামী শুক্রবার একটি প্রীতি ম্যাচে খেলতে নামবেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ক্লাবের বোল্ট। খেলোয়াড়ি জীবনের নতুন চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করছেন তিনি। সেই সাথে শৈশবকালের স্বপ্নও পূরণ হচ্ছে তার।

এ ম্যাচে কোচ তাকে সেরা একাদশে রাখার আভাস দিয়েছেন বলে জানিয়েছেন বোল্ট। মেরিনার্স ক্লাবের মিডিয়াতে বোল্ট বলেন, ‘আমার জন্য এটা খুবই ভালো পদক্ষেপ, যখন কোচ আপনার ফিটনেস নিয়ে খুশি হবে, তখন একাদশের শুরু থেকেই রাখবে। এটি সবসময়ই ভালো । আমি এমন সুযোগ পেয়ে সত্যিই খুব খুশি এবং সেখানে যাব এবং শুরু করব। মাঠে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

গত আগস্টে ফুটবলে অভিষেক হয় অলিম্পিকে আটবারের চ্যাম্পিয়ন বোল্টের। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ২০ মিনিট নিজের কসরত দেখান তিনি। এ সময় গোলের ভালো সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করেন বোল্ট।

বোল্ট জানান, তার নিজের ফিটনেসের আরও উন্নতি করছেন এবং ভবিষ্যতে মাঠে আরও বেশি সময় কাটানোর আশা করেন। তিনি বলেন, ‘আমার গতি ও স্পর্শ এখন আরও ভালো হয়েছে। আমি শিখতে পেরেছি ফিটনেস ভালো করা যায় এবং কোথায় ঠিকভাবে বল দেয়া যায়।’

পেশাদার ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার আগে চাপে আছেন বলেও স্বীকার করেছেন বোল্ট। তবে নিজেকে প্রমাণের জন্য উদগ্রীব হয়ে থাকা স্প্রিন্ট কিং বলেন, ‘এটি খুবই বড় ম্যাচ। আমার মনে হয়, এর মাধ্যমেই ক্লাব আমার ক্যারিয়ার নিয়ে ভাববে। তাই এ ম্যাচটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেকে প্রমাণের জন্য উন্মুখ হয়ে আছি।’

এদিকে সিডনি ‘এ’ লিগ গেল কয়েক বছর ধরে দর্শক খড়ায় ভুগছে। তবে বোল্টের উপস্থিতি এবার মাঠে দর্শকদের সমাগম হবে বলে আশাবাদ টিভি সম্প্রচার কর্তৃপক্ষ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফিলিস্তিনের কাছে হার মানলো বাংলাদেশ

ফিলিস্তিনের কাছে হার মানলো বাংলাদেশ

হেরেও খুশি বাংলাদেশের কোচ!

হেরেও খুশি বাংলাদেশের কোচ!

ব্যালন ডি'অর ২০১৮ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ব্যালন ডি'অর ২০১৮ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

নেইমার-কাভানি দ্বন্দ্বে যোগ হয়েছে এমবাপে!

নেইমার-কাভানি দ্বন্দ্বে যোগ হয়েছে এমবাপে!