বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের সেমি ফাইনালে টুর্নামেন্টের শীর্ষ র্যাংকধারী ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। র্যাংকিংয়ে যোজান যোজন দূরত্বে এগিয়ে রয়েছে মধ্যপ্রচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি। সেই সঙ্গে রয়েছে ফিলিস্তিন দলের খেলোয়াড়দের শারীরিক গঠনও।
র্যাংকিং ও শারীরিক দিক থেকে এগিয়ে থাকা দলটির বিপক্ষে অনেকটা লড়াই করেই হেরেছে বাংলাদেশ। সুঠাম দেহের অধিকারী ওই দলটির সঙ্গে হারলেও বলের দখলে এগিয়ে ছিল স্বাগতিক দলের খেলোয়াড়রা। আক্রমণেও এগিয়ে জামাল ভুইয়ার দল। তবে সফল ফিনিশিংয়ের অভাবও ভুগিয়েছে স্বাগতিক শিবিরকে। ভালো ফিনিশার থাকলে আজকের কক্সবাজারের ম্যাচের ফলাফল হয়তো অন্য রকম হতো। তারপরও শিষ্যদের এমন লড়াকু মনোভাবে সন্তুষ্ট স্বাগতিক দলের কোচ জেমি ডে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শিষ্যদের প্রশংসায়ও ভাসিয়েছেন ইংলিশ এ কোচ। বলেন, ‘স্বাগতিক হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলতে না পারা অব্যশ্যই আমার জন্য হতাশার। তবে আমি ছেলেদের পারফরমেন্সে হতাশ না।’
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জেমি ডে বলেন, ‘প্রতিপক্ষ দলটি র্যাংকিংয়ে আমাদের চেয়ে ৯৩ধাপ এগিয়ে। ওদের খেলোয়াড়রা দীর্ঘদেহী। এই ম্যাচে আগে আমার ভয় ছিল সেটপিস। ওরা দীর্ঘদেহী। কর্নার কিংবা ফ্রিকিকে যাতে ওরা বাড়তি সুবিধা না পায় তা নিয়ে আমি কাজ করেছি। আমরা কিন্তু সেট পিস থেকে কোনো গোল হজম করেনি।’
টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স মূল্যায়ন করতে গিয়ে এই কোচ বলেন, ‘লাওসে বিপক্ষে আমরা দারুন ফুটবল খেলেছি। ফিলিপাইনের বিপক্ষে জিততে না পারলেও আমি খুশি ছিলাম। এখানেও ছেলেরা আমাকে গর্বিত করেছে।’
ফিনিশিংয়ের দুর্বলতা প্রসঙ্গে জেমি ডে বলেন, ‘গোল করার মতো স্টাইকার তার দলে নেই।’ এর কারণ হিসেবে দেশের ফুটবল সংস্কৃতিকে দায়ী করেন এ কোচ। বড় দলের বিপক্ষে গোল করতে হলে শেষ টাচটা গুরুত্বপূর্ণ উল্লেখ্য করে স্বাগতিক কোচ বলেন, ‘এসব দলের বিপক্ষে সুযোগ খুব একটা পাওয়া যাবে না। যখন আসবে তখন শেষ ফিনিশিংটা যেন নিখুঁত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ড্রেসিরুমে সেই জিনিসটাই ওদের বার বার বলেছি। তবে মাঠে সেটা হয়নি।’
এদিকে স্বাভাবিক খেলাটা খেলতে না পারার কারণ হিসেবে ভেজা মাঠকে দায়ী করেছেন ফিলিস্তিনের কোচ আইলাদ আলী নরুদ্দিনী। ম্যাচ শেষে এই কোচ বলেন, ‘মাঠের কারণেই আমরা গ্রাউন্ডে না খেলে উপর উপরে খেলার চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা ভালো করেছে। তারা আমাদের এসব পরিকল্পনা ভন্ডুল করেছে।’
ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করা বাংলাদেশি ফরোয়ার্ড নাবীন নেওয়াজ জীবনের প্রশংসা করেন ফিলিস্তিন কোচ। তিনি বলেন, ‘জীবন খুবই ভালো মানের স্ট্রাইকার। ওর প্রচন্ড গতি আছে। বারবার আমাদের ডিফেন্সকে পরীক্ষায় ফেলেছে।’
ফাইনালের প্রতিপক্ষ তাজিকিস্তান প্রসঙ্গে নরুদ্দিনী বলেন, ‘ওরা আমাদের চেয়ে একদিন বেশি বিশ্রাম পাবে ফাইনালের আগে। এটা তাদের জন্য বাড়তি সুবিধা।’