নেইমারের সঙ্গে কাভানির ঝামেলা শুরু হয় গত বছর। পেনাল্টি নিয়ে ঝামেলার পর এতদিন মনে হচ্ছিল নেইমার-কাভানি দ্বন্দ্ব হয়তো উবে গেছে। কিন্তু ফরাসি গণমাধ্যম বলছে, ঝামেলা এতটুকু কমেনি; বরং বেড়েছে। দুজনের মধ্যে আবার যোগ দিয়েছেন এমবাপে!
তিনজনের মাঠের খেলায়ও এই চিত্র ফুটে উঠছে। নেইমার তার ২৫ শতাংশ পাস ছাড়ছেন এমবাপেকে। এমবাপে আবার নেইমারকে ছাড়ছেন ৩১ শতাংশ। সেখানে নেইমারের থেকে কাভানি পাচ্ছেন মাত্র ০.৫ শতাংশ বল, আর এমবাপের থেকে ৫ শতাংশ!
লিওনের বিপক্ষে ৪০ মিনিটে কাভানিকে একটিও বল দেননি নেইমার এবং এমবাপে। বরং দুজনের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে গোল আদায়ের চেষ্টা করেছেন।
এল’ইকুইপি তাদের এক খবরে জানিয়েছে, ছয় গোল এবং তিনটিতে অবদান রাখার পরও কাভানি মাঠে নিজেকে নিঃসঙ্গ অনুভব করছেন।
নেইমার পিএসজিতে যাওয়ার আগে কাভানি স্পটকিক নিতেন। দুজন একসঙ্গে খেলা শুরু করলে তৈরি হয় জটিলতা। পরে কাভানি কিছুটা পিছু হঠে নেইমারকে পেনাল্টি নেওয়া ছেড়ে দেন।