তাজিকিস্তানকে সঙ্গে নিয়ে সেমিতে ফিলিস্তিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ এএম, ০৭ অক্টোবর ২০১৮
তাজিকিস্তানকে সঙ্গে নিয়ে সেমিতে ফিলিস্তিন

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল নিশ্চিত করেছে আসরের শীর্ষ র‌্যাংকধারী ফিলিস্তিন। শুনবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে তারা ১-০ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন নেপালকে। এ পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল নেপাল।

গ্রুপের প্রথম ম্যাচে তাজিকিস্তানের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল নেপাল। ফলে কোন পয়েন্ট না নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাদের। ফিলিস্তিনের সঙ্গে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে তাজিকিস্তান।

এদিকে ফিলিস্তিন চ্যাম্পিয়ন হওয়ায় কক্সবাজারের সেমি ফাইনালে তাদের মোকাবেলা করতে হবে স্বাগতিক বাংলাদেশকে। অপর সেমি ফাইনালে তাজিকিস্তানের মোকাবেলা করবে ফিলিপাইন।

ম্যাচের প্রথমার্ধটি ছিল উত্তাপহীন। ফিলিস্তিনের নিয়ন্ত্রণে থাকা ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি নেপালিদের। মধ্যপ্রাচ্যের পরাক্রমশালী দলটির আক্রমণ ঠেকাতেই কাটিয়েছে পুরোটা সময়। এ সময় মাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও ফিলিস্তিনীদের মধ্যে ছিল না গোল করার আগ্রাসী মনোভাব। বেশ হাল্কা মেজাজেই তারা বড় ডি বক্স থেকে পরীক্ষা নিয়েছে নেপালী গোল রক্ষকের। ম্যাচ হয়েছে মূলত নেপালী সিমানায়। তবে তাদের সব খেলোয়াড় রক্ষণভাগে চলে আসায় গোল মুখ থেকেই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে ফিলিস্তিনকে। অবশ্য সুযোগ বুঝে নেপাল কয়েকটি প্রতিআক্রমণ রচনা করলেও গোল আদায়ের জন্য তা যথেষ্ট ছিল না। ফলে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপাল। ফলে রক্ষণভাগ ছেড়ে কিছুটা উপড়ে উঠে আসে নেপালের খেলোয়াড়রা। আর ওই সুযোগটিকেই কাজে লাগায় ফিলিস্তিন। ম্যাচের ৭০তম মিনিটে আব্দুল্লাহ জাবেরের ক্রসের বলে দর্শনীয় হেডের মাধ্যমে গোল করেন খালেদ সেলিম (১-০)। এতেই ফের খোলস বন্দি হয়ে পড়ে নেপাল। ম্যাচের ৭৭তম মিনিটে ফের গোলের দারুন একটি সুযোগ সৃষ্টি করে ফিলিস্তিন। এবার ডি বক্সের লাইন থেকে খালেদ সেলিমের মাটি কামড়ানো শটের বল ডান দিকে ঝাপিয়ে পড়ে প্রতিহত করেন নেপালের গোল রক্ষক বিকাশ কুঠু।

শেষ ২০ মিনিটে অন্তত চারবার নেপালের রক্ষণে আঘাত হানে ফিলিস্তিন। তবে গোল করতে পারেনি। প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া গোলরক্ষক বিকাশ কুটো। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

আগামী ৯ ও ১০ অক্টোবর পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। ১২ অক্টোবর ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর পাশে জুভেন্টাস

রোনালদোর পাশে জুভেন্টাস

মেসিকে শরীরি প্রদর্শনে মিস বামবামের শ্রদ্ধা

মেসিকে শরীরি প্রদর্শনে মিস বামবামের শ্রদ্ধা

ইসরায়েলের কারাগার থেকে সিলেটের মাঠে মারাবা

ইসরায়েলের কারাগার থেকে সিলেটের মাঠে মারাবা

তাজিকিস্তানকে হারিয়ে সেমির পথে এগিয়ে গেল ফিলিস্তিন

তাজিকিস্তানকে হারিয়ে সেমির পথে এগিয়ে গেল ফিলিস্তিন