২০১৬ সালে অবসরের সিদ্ধান্ত নিয়ে দুই বছর পর অবশেষে ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন বংশোদ্ভূত ইতালিয়ান ফরোয়ার্ড ড্যানি ওসভালদো। ফুটবল থেকে দূরে সরে গিয়ে বোকা জুনিয়র্স, জুভেন্টাস ও রোমাতে খেলা এ ফরোয়ার্ডের উপলব্ধি, তার জীবন অন্তত লিওনেল মেসির থেকে অনেক ভালো!
বয়স ৩২ হতেই অবসরে গেছেন ওসভালদো। ‘ফুটবলটা তার জন্য না’ এই চিন্তা থেকে সঙ্গীতে আরেক জীবন গড়ার ইচ্ছা তার। বিতর্কে ভরা জীবনে এই বয়সে ফুটবলকে বিদায় জানানোর কারণ হিসেবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ওসভালদো জানিয়েছেন, তিনি অন্তত মেসির মতো হতে চাননি।
‘আমি কী মেসির মতো হতে পারতাম? মোটেও না। আমি হয়তো তার মতো খেলতে পারতাম। কিন্তু তার মতো জীবন চাইতাম না। তার জীবন কোনো জীবনই না। সে অনেকটা সোনার খাঁচায় বন্দী জীবনযাপন করে।’
তারকাখ্যাতি ভোগ করলেও অনেককিছুই করতে পারেন না মেসি। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সংবাদমাধ্যমের সমালোচনা। স্বাধীনভাবে কোথাও চলাফেরাও করতে পারেন না আর্জেন্টাইন মহাতারকা। সেদিক থেকেও মেসিকে খোঁচা দিয়েছেন ওসভালদো।
‘সে(মেসি) কোথাও যেতে পারে না। চাইলে কোথাও গিয়ে পান করতে পারে না। সে হয়তো এমন জীবনে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমার পক্ষে এ একদমই অসম্ভব।’
‘আমি চিন্তা করি সে এমন একটা টিভি কিনেছে যেটা বিশাল বড়। কিন্তু সে এই টিভি তার বসার কক্ষে বসিয়ে দেখতে পারে না। সে হয়তো ফেরারি চালায়, কিন্তু বার্সার ট্রেনিং গ্রাউন্ডে সেখানে মাত্র ১৫ মিনিটের পথ!’