ফিফা বর্ষসেরা নারী ফুটবলার ব্রাজিলের মার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮
ফিফা বর্ষসেরা নারী ফুটবলার ব্রাজিলের মার্তা

ছবি : ফিফা

ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব জয় করেছেন ব্রাজিলীয় তারকা মার্তা। তার এ খেতাব জয়ে উপেক্ষিত হয়েছে প্রমীলা চ্যাম্পিয়ন্স লিগে লিয়ঁর শিরোপা জয়ে ভূমিকা রাখা তারকারা।

পুরুষ ফুটবলে যেমন রিয়াল মাদ্রিদের আধিপত্য তেমনি নারী ফুটবলেও প্রধান্য বিস্তার করে রেখেছে ফরাসি ক্লাব লিয়ঁ। ১৬ বারের এ ফরাসি চ্যাম্পিয়নরা টানা তৃতীয়বারের মত জয় করেছে নারী চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। প্রথম কোন নারী দল বিরল এ কৃতিত্ব অর্জন করেছে।

সর্বকালের সেরা নারী ফুটবলারের আসনে অধিষ্ঠিত ব্রাজিলীয় তারকা মার্তার নামের পাশে জমা পড়েছে বিশ্বকাপের ১৫টি গোল। যে কারণে লিয়ঁর তারকা আদা হেগেরবার্গ চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সংখ্যক ১৫ গোল করার পরও বর্ষসেরার দৌঁড়ে মার্তাকে ছাড়িয়ে যেতে পারেনি। ওই প্রতিযোগিতার আরেক প্রতিদ্বন্দ্বী ছিলেন তার সতীর্থ জেনিফার মারোজসান।

বর্ষসেরা মহিলা দলের কোচের খেতাবও জিতে নিয়েছেন লিয়ঁর কোচ রেনাল্ড পেড্রোস। ফ্রান্সের এ আন্তর্জাতিক তারকা এ দৌঁড়ে পেছনে ফেলেছেন জাপানের অসাকো টাকাকুরা এবং হল্যান্ডের সারিনা ওয়েজম্যানকে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর প্রেমে হাবুডুবু খাচ্ছে সাঁতারকন্যা

রোনালদোর প্রেমে হাবুডুবু খাচ্ছে সাঁতারকন্যা

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ে দলে সিকান্দার রাজা

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ে দলে সিকান্দার রাজা

মেসি-রোনালদোকে টপকে বর্ষসেরা লুকা

মেসি-রোনালদোকে টপকে বর্ষসেরা লুকা

দ্য বেস্ট ফিফা কোচ দেশ্যম

দ্য বেস্ট ফিফা কোচ দেশ্যম