বঙ্গবন্ধু গোল্ডকাপের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮
বঙ্গবন্ধু গোল্ডকাপের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। রোববার বিভাগীয় পর্যায়ের এ খেলা শুরু হলো।

বরিশাল বিভাগে আন্তঃজেলার খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। উদ্বোধণী ম্যাচে বরগুনা জেলার বিপক্ষে জয় পেয়েছে পিরোজপুর জেলা। এ ছাড়া ভোলাকে ৩-১ গোলে হারিয়েছে ঝালকাঠি জেলা। পটুয়াখালী জেলাকে ৪-১ গোলে হারিয়েছে বরিশাল জেলা।

এদিকে আজ অনুষ্ঠিত হয়েছে আট জেলার ফাইনাল। এতে নোয়াখালী জেলায় সদর উপজেলা, রংপুর জেলায় সিটি কর্পোরেশন, নরসিংদী জেলায় সদর উপজেলা, ব্রাক্ষ্মণবাড়িয়ায় সরাইল এবং কুমিল্লায় সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া এদিন, বগুড়া, নাটোর এবং নড়াইল জেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া চাপাইনবাবগঞ্জ জেলায় সেমিফাইনালে সদর পৌরসভা ৫-০ গোলে শিবগঞ্জকে হারিয়েছে। আর সদর উপজেলা ৬-৫ গোলে হারায় গোমস্তাপুরকে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভিয়েতনামকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভিয়েতনামকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জমকালো অনুষ্ঠানে আলোতে এলো বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি

জমকালো অনুষ্ঠানে আলোতে এলো বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি

বঙ্গবন্ধু গোল্ড কাপে জায়গা হয়নি ‌‘বিতর্কিত’ সোহেলের

বঙ্গবন্ধু গোল্ড কাপে জায়গা হয়নি ‌‘বিতর্কিত’ সোহেলের

মমতাজের কণ্ঠে বঙ্গবন্ধু গোল্ড কাপের থিম সং

মমতাজের কণ্ঠে বঙ্গবন্ধু গোল্ড কাপের থিম সং