ইনজুরির কারণে মাঠের বাইরে কস্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮
ইনজুরির কারণে মাঠের বাইরে কস্তা

গোঁড়ালি ও থাইয়ের ইনজুরির কারণে প্রায় মাসখানেকের জন্য মাঠের বাইরে চলে গেছেন জুভেন্টাসের উইঙ্গার ডগলাস কস্তা। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ী ম্যাচটিতে কস্তা এই ইনজুরিতে পড়েন।

যদিও সাসোলো ফরোয়ার্ড ফেডেরিকো ডি ফ্রান্সেসকোকে রোববারের ম্যাচে থুতু দেবার অপরাধে লাল কার্ড পাওয়ায় সিরি-আ লিগে জুভেন্টাসের পরবর্তী ম্যাচে খেলছেন না ব্রাজিলিয়ান এই তারকা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিনি দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চ থেকে মাঠে নামেন।

কিন্তু ম্যাচের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষর পর জুভেন্টাসের পক্ষ থেকে গোঁড়ালি ও ডান থাইয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও জুভেন্টাসের পক্ষ থেকে তার ফেরার বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য দেয়া হয়নি।

গণমাধ্যমের সূত্র মতে ২৮ বছর বয়সী এই ইতালিয়ানকে এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। আর তা হলে আগামী ২ অক্টোবর ইয়ং বয়েজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ও ১৮ দিন পর সিরি-আ লিগে জেনোয়ার বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর ‘দোষ’ পায়নি উয়েফা!

রোনালদোর ‘দোষ’ পায়নি উয়েফা!

ঘুষ-দুর্নীতিতে আজীবন নিষিদ্ধ ফিফার তিন কর্মকর্তা

ঘুষ-দুর্নীতিতে আজীবন নিষিদ্ধ ফিফার তিন কর্মকর্তা

আমিরাতের জালে বাংলাদেশের মেয়েদের ৭ গোল

আমিরাতের জালে বাংলাদেশের মেয়েদের ৭ গোল

অভিষেক ম্যাচেই রোনালদোকে লাল কার্ড

অভিষেক ম্যাচেই রোনালদোকে লাল কার্ড