রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮
রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

চ্যাম্পিয়ন লীগে হ্যাটট্রিকের দিক দিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইউরোপে প্রিমিয়ার ক্লাব প্রতিযোগিতায় রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা সাত। এতদিন মেসিরও তাই ছিল। কিন্তু মঙ্গলবার রাতে পিএসভি আইন্দহোভেনর বিপক্ষে ফের হ্যাটট্রিক করে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু'তে নতুন মৌসুমের প্রথম ম্যাচে ডাচ ক্লাব পিএসভির মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৩টি ও ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসুমানে দেম্বেলে ১টি গোল করে ৪-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে বার্সেলোনা। কিন্তু প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩১তম মিনিট পর্যন্ত। গোলপোস্ট থেকে প্রায় ২২ গজ দূরে ফ্রি কিক প্রায় বার্সেলোনা। দলের প্রাণভোমরা মেসি বাঁকানো শটে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন দলকে।

প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোলের সহজ সুযোগ মিস করেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো। ম্যাচের ৭৪তম মিনিটে এক নৈপুণ্যে দলকে দ্বিতীয় গোল উপহার দেন দেম্বেলে।

কাম্প ন্যুয়ে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডাচ চ্যাম্পিয়নদের ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান ডেম্বেলে। আর শেষ দিকে ১০ মিনিটের ব্যবধানে মেসি দু'বার বল জালে পাঠিয়ে অষ্টম হ্যাটট্রিক পূরণ করেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের অতি অভিনয়ের পক্ষে ক্লপ

নেইমারের অতি অভিনয়ের পক্ষে ক্লপ

বাহরাইনের জালে বাংলাদেশের মেয়েদের ১০ গোল

বাহরাইনের জালে বাংলাদেশের মেয়েদের ১০ গোল

জুভেন্টাসের জার্সিতে রোনালদোর প্রথম গোল

জুভেন্টাসের জার্সিতে রোনালদোর প্রথম গোল

পেনাল্টি শটে পায়ের কারিশমা বাড়াতে চান মেসি

পেনাল্টি শটে পায়ের কারিশমা বাড়াতে চান মেসি