সালাহদের কাছে নেইমারদের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮
সালাহদের কাছে নেইমারদের হার

নেইমার-এমবাপ্পেদের পিএসজিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয় পেয়েছে সালাহদের লিভারপুল। ম্যাচে লিভারপুর ২ গোলে এগিয়ে যাওয়ার পরও ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলে সমতায় ছিল। তবে ইনজুরি টাইমে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন চোখের সমস্যার কারণে শুরুর একাদশে না থাকা লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো।

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য মূল শক্তি নিয়ে নামতে পারেনি লিভারপুল। গত শনিবার লিগ ম্যাচে চোখে আঘাত পাওয়ায় ফিরমিনোকে ছাড়াই একাদশ সাজান কোচ ইয়ুর্গেন ক্লপ। যদিও ফিরমিনোর বদলি স্টারিজের গোলেই ৩০তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫ মিনিট পর ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডামকে পিএসজির ডিফেন্ডার হুয়ান বের্নাত অহেতুক ফাউল করলে পেনাল্টিটি পায় লিভারপুল। স্পট কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার মিলনার। ৪০তম মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ের গোলে ব্যবধান কমিয়ে রিবতিতে যায় পিএসজি।

বিরতির পর ৫৮ মিনিটে সালাহর গোলে ব্যবধান বাড়াতে পারতো লিভারপুল। কিন্তু গোলে শট নেওয়ার আগে স্টারিজ পিএসজির এক খেলোয়াড়কে ফাউল করায় গোল দেননি রেফারি। এরপর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ৭৪তম মিনিটে স্টারিজকে বসিয়ে মাঠে নামান ফিরমিনোকে। এর ৯ মিনিট পর এমবাপ্পের গোলে এগিয়ে গোলে সমতায় ফেরে পিএসজি।

৮৩তম মিনিটে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া নেইমারকে চ্যালেঞ্জ জানালে ডি-বক্সে বল পেয়ে যান এমবাপ্পে। ডান পায়ের জোরালো শটে গোলরক্ষকেক পরাস্ত করেন ফ্রান্সের বিস্ময় বালক। এরপর ইনজুরি টাইমের প্রথম মিনিটেই ফিরমিনোর গোল নেইমারদের স্বপ্ন ভেঙে দেয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু গোল্ড কাপে জায়গা হয়নি ‌‘বিতর্কিত’ সোহেলের

বঙ্গবন্ধু গোল্ড কাপে জায়গা হয়নি ‌‘বিতর্কিত’ সোহেলের

শুরুর লড়াইয়ে পিএসজি-লিভারপুল

শুরুর লড়াইয়ে পিএসজি-লিভারপুল

খেলোয়াড়ের মুখে থুথু ছুড়লেন কস্তা!

খেলোয়াড়ের মুখে থুথু ছুড়লেন কস্তা!

নেইমারের অতি অভিনয়ের পক্ষে ক্লপ

নেইমারের অতি অভিনয়ের পক্ষে ক্লপ