খেলোয়াড়ের মুখে থুথু ছুড়লেন কস্তা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮
খেলোয়াড়ের মুখে থুথু ছুড়লেন কস্তা!

সাসসুয়েলোর বিপক্ষে রোববার ২-১ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। তিন ম্যাচ গোল খরার পর তুরিনে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের হয়ে জোড়া গোল করে খাতা খুলেছেন তিনি। কিন্তু ওই ম্যাচেই ঘটেছে অনাকাঙ্খিত এক ঘটনা। প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে থুথু ছুড়েছেন জুভেন্টাসের উইঙ্গার ডগলাস কস্তা।

ব্রাজিলিয়ান তারকা ফুটবলের প্রতি অসম্মান দেখিয়েছেন। তাকে অবশ্য লাল কার্ড দেখান রেফারি। কিন্তু কস্তা ফুটবল অঙ্গনের জল বেশ ঘোলা করেছেন। ম্যাচ শেষে জুভেন্টাস কোচ ম্যাসেমিলিয়ানো আলেগ্রিকে কথা বলতে হলো কস্তার ঘটানো অনাকাঙ্খিত ওই বিষয় নিয়। কোচ কস্তার পক্ষ নিয়ে কোন কথা বলেননি। কস্তা সাসসুয়েলোর ফুটবলার ফ্রেডেরিক ডি ফ্রান্সিসকোর সঙ্গে যা করেছেন তা ফুটবলের জন্য খারাপ বলে মত তার। আর এ কারণে তার অন্যায়ের জন্য কোন অজুহাত দাঁড় করাতে চান না কোচ।

আলেগ্রি বলেন, 'হয়তো এর আগে একবার ফাউলের শিকার হওয়ার দরুণ কস্তা রেগে ছিল। কিন্তু এটা কোন কারণ হতে পারে না। সে যেটা করেছে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা মাঠে হয়তো সব খেলোয়াড়কে কাটাতে চাই। কিন্তু প্রতিপক্ষ তা মানতে পারেনা। তারা বাধা দেয়। ফাউল করে। আর মাঠে কস্তার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।'

পরে অবশ্য জুভেন্টাসের ব্রাজিলিয়ান তারকা তার অন্যায়ের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'আমি মাঠের মধ্যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে যে দোষ করেছি তার জন্য জুভেন্টাস ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার সতীর্থদের কাছেও ক্ষমা চাচ্ছি। যারা ভালো এবং খারাপ সময়ে সর্বদা আমার পাশে থেকেছেন। আমি যেটা করেছি সেটা খুব অবিবেচকের মতো হয়েছে। আমি সামনে এগুলো নিয়ে সতর্ক থাকবো। আমি ক্যারিয়ার জুড়ে যা করেছি ওই অনাকাঙ্খিত ঘটনা তার প্রতিফলন নয়।'


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কুর্তোয়া, লোরিস, ক্যাসপার ফিফার বর্ষসেরা গোলরক্ষক

কুর্তোয়া, লোরিস, ক্যাসপার ফিফার বর্ষসেরা গোলরক্ষক

ফিফা বর্ষসেরায় মনোনিত রোনালদো-সালাহ-মড্রিচ

ফিফা বর্ষসেরায় মনোনিত রোনালদো-সালাহ-মড্রিচ

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ