জুভেন্টাসের জার্সিতে অবশেষে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম তিন ম্যাচে গোল মিসের বন্যার পর চতুর্থ ম্যাচে গোল করেছেন রোনালদো। সিরি এ লিগে সাসুওলোর বিরুদ্ধে ম্যাচের ৫০ মিনিটে দুই গজ দূরত্ব থেকে গোল করেন রোনালদো।
এটাই নতুন ক্লাবের হয়ে রোনালদোর প্রথম গোল। ডিফেন্সের ভুলের সুযোগ নিয়েই গোলটি করেন পর্তুগিজ এই তারকা। ক্লাব বদলের পর ২৮টি সুযোগ হাতছাড়া করার পর গোল পেলেন ক্রিশ্চিয়ানো।
প্রথম গোলের মিনিট পনেরো পরেই (৬৫মি) ফের বাঁ-পায়ে সহজ গোলে স্কোরলাইন ২-০ করেন ক্রিশ্চিয়ানো। নির্ধারিত সময়ে স্কোরলাইন শেষ পর্যন্ত ২-০ ছিল। এরপর ইনজুরি টাইমে একটি গোল শোধ করে সাসুওলো।
৯১ মিনিটে সাসুওলোর হয়ে গোল শোধ করে পরিবর্ত ফুটবলার বাবাকার। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ডগলাস কোস্তা বিপক্ষ এক ফুটবলারকে ঘুষি মেরে এদিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
হ্যাটট্রিকের সুযোগ থাকলেও দুবার গোল মিস করায় তা অধরাই রয়ে যায়। হ্যাটট্রিক মিস করে পোস্টে পা ঠুকে হতাশা প্রকাশ করতে দেখা যায় রোনালদোকে।