স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। বিংশ শতাব্দীর সেরা ক্লাব নির্বাচিত হওয়ায় ২০০০ সালের ১১ ডিসেম্বর একটি ট্রফি দিয়ে পুরস্কৃত করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তকমা রিয়াল ধরে রেখেছে এখনো। স্প্যানিশ লা লিগায় একবিংশ শতাব্দীরও সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ!
মূলত পয়েন্টের ভিত্তিতেই এটাকে মূল্যায়ন করা হয়। ২০০০-০১ মৌসুম থেকে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের সংগ্রহে এক হাজার ৫০১ পয়েন্ট। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া বার্সেলোনার চেয়ে মাত্র দুই পয়েন্ট বেশি।
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ সর্বশেষ লেগানেসের বিপক্ষে জয় পায়। আর এই ম্যাচের জয় দিয়েই নতুন মাইলফলক স্পর্শ করে তারা। প্রথম দল হিসেবে লা লিগায় ১৫০০ পয়েন্ট সংগ্রহের মাইলফলক স্পর্শ গড়ে।
অন্যদিকে আজ শনিবার রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কাতালানরা যদি এই ম্যাচ জিতে তাহলে রিয়ালের মতো ১৫০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হবে।
শুধু তা-ই নয়, গোল করার ক্ষেত্রেও লা লিগায় সবার চেয়ে এগিয়ে থাকা দলের নাম রিয়াল মাদ্রিদ। এই শতাব্দীর গত ১৮ বছরে প্রতিপক্ষের জালে করা রিয়াল মাদ্রিদের মোট গোল ১,৬৫২। তবে এ মৌসুমের করা ১০ গোলকে রাখা হয়নি এই তালিকায়। প্রতি মৌসুমে রিয়াল মাদ্রিদের গোল গড় ৯১। অন্যদিকে এই সময়ে বার্সেলোনার করা গোল ১৬১৯টি।