আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর আগ্রহের কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এ কোচ বলেছেন আন্তর্জাতিক পর্যায়ে যেকোন জাতীয় দলকে কোচিং করার আগ্রহ তার সব সময়ই ছিল।
স্থানীয় গণমাধ্যমে গার্দিওলা বলেছেন, ‘যদি সুযোগ আসে আমি অবশ্যই জাতীয় দলকে সহযোগিতা করব। আর তা হলে আমি দারুন খুশি হব।’
যদিও তিনি নির্দিষ্ট করে কোন দেশের কথা এখানে উল্লেখ করেননি। একই সাথে গার্দিওলা আরও বলেছেন, বিদেশে থাকার বিষয়টি তিনি বেশ উপভোগ করছেন। বিদেশে থাকলে সেখানকার ভাষা, সংষ্কৃতি সম্পর্কে জানা যায়। বিভিন্ন জায়গা ঘুরে দেখার সুযোগ হয়। এটা পরিবারের জন্যও বেশ আনন্দের।
তবে শুধুমাত্র আর্জেন্টিনার কোচ হিসেবে নিজেকে দেখতে নারাজ গার্দিওলা। তিনি বলেন, এটা নিশ্চিত যে সেখানে আমি যাচ্ছি না। যদিও জানি এই চাকরিটির বিশাল চাহিদা রয়েছে।
বিশ্বকাপের পরে জর্জ সাম্পওলির স্থানে সম্ভাব্য প্রার্থী হিসেবে আর্জেন্টিনার কোচের দায়িত্বের সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলার নাম ছিল। তিনি অবশ্য জানিয়েছেন যেখান থেকে তার কোচিং শুরু হয়েছিল সেই বার্সেলোনায় আবারও ফিরে গেলে মন্দ হবে না।