ফুটবলের গৌরব ফেরানো সম্ভব, প্রমাণ পটিয়ার দর্শক

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮
ফুটবলের গৌরব ফেরানো সম্ভব, প্রমাণ পটিয়ার দর্শক

দেশে মান সম্মত ফুটবলার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭)’ উপজেলা পর্যায়ের খেলা চলছে। বর্তমানে প্রায় শেষ পর্যায়ে রয়েছে আন্তঃ ইউনিয়নে এ খেলা।

এরই মধ্যে শেষ হয়েছে বেশ কিছু উপজেলায় সেমি ফাইনাল খেলা। এছাড়া কিছু এলাকায় ফাইনাল খেলাও শেষ হয়েছে। আাজ শুক্রবার চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ সেমিফাইনাল খেলায় হাইদগাঁও ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে পটিয়া পৌরসভা এবং অপর সেমিফাইনালে কচুয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে হাবিলাস দ্বীপ। খেলা দুটি উপভোগ করতে হাজার হাজার দর্শকরা উপস্থিত ছিলেন। খেলা দুটি দেখতে এতো সংখ্যক লোকের আগমন হবে তা ভাবতেও পারেননি স্থায়ীরা।

দেখা দেখতে আসা পটিয়া সরকারি কলেজের আর্থনীতি বিভাগের সম্মান ৩য় বর্ষে ছাত্র মো. রবিউল হোসাইন স্পোর্টসমেইল২৪.কমকে বলেন, ফুটবলের এ ক্রান্তিকালেও সমর্থকদের এতো ভালোবাসা দেখে আমি আশ্চার্য। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলার ফুটবল প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। আজকের খেলা তা প্রমাণ করেছে। ফুটবল খেলের প্রতি ভালোবাসা এখনো রয়েছে সকল শ্রেণির সমর্থকদের।
Potia
পটিয়া উপজেলা ছাড়াও আজ বরিশাল জেলার সদর উপজেলায় প্রথম সেমি ফাইনালে রায়পাশা কড়াপুর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চরবাড়িয়া ইউনিয়ন। অপর সেমির লড়াইয়ে ফয়সাল ইসলামের হ্যাটট্রিকে জাগুয়া ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলে জিতে ফাইনালে উঠেছে চন্দ্র মোহন ইউনিয়ন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় রাধানগর ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আলীনগর ইউনিয়ন।

আন্তঃ ইউনিয়ন থেকে বাছাই কৃত সেরা ফুটবলারদের নিয়ে গঠিত হবে উপজেলা দল। দলগুলোর অংশ গ্রহণে আগামী ১৬ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে জেলা পর্যায়ের খেলা।



শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় ধাপের উয়েফা ক্লাব প্রতিযোগিতায় সবুজ সংকেত

তৃতীয় ধাপের উয়েফা ক্লাব প্রতিযোগিতায় সবুজ সংকেত

গুরুতর ইনজুরিতে লুক শো

গুরুতর ইনজুরিতে লুক শো

ক্ষমা চেয়ে ভুলের ব্যাখ্যা দিয়েছেন সোহেল

ক্ষমা চেয়ে ভুলের ব্যাখ্যা দিয়েছেন সোহেল

দেশের হার মানতে না পারায় বোতলবৃষ্টি!

দেশের হার মানতে না পারায় বোতলবৃষ্টি!