ইতালীয় ক্লাব জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন জার্মান মিডফিল্ডার সামি খেদিরা। নতুন চুক্তিতে জুভেন্টাসের সঙ্গে তার চুক্তির মেয়াদ বেড়েছে ৩ বছর। ক্লাবটিতে আগামী ২০২১ সাল পর্যন্ত থাকবেন এ তারকা।
২০১৪ বিশ্বকাপ জয়ী ৩১ বছর বয়সী খেদিরা ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমান। তার সঙ্গে লিভারপুল ও পিএসজির যোগাযোগ আছে বলে বেশ কিছু দিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছিল। সিরি আ’তে নতুন মৌসুমে জুভেন্টাসের প্রথম গোলটি আসে খেদিরার পা থেকে।
তুরিনের ক্লাবটির হয়ে ইতালির শীর্ষ লিগে তার মোট গোল ৮০ ম্যাচে ২০টি। জুভেন্টাসে তিনটি করে সিরি আ ও কোপা ইতালিয়া শিরোপা জিতেছেন খেদিরা।