পিছিয়ে পড়েও জয়ের ধারায় ফিরলো জার্মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮
পিছিয়ে পড়েও জয়ের ধারায় ফিরলো জার্মানি

রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতা ঘুঁচিয়ে জয়ের ধারায় ফিরলো জার্মানি। যদিও ঘরের মাঠে পেরুর বিপক্ষে প্রথমে গোল খেয়ে হারের শঙ্কায় পড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত ইউলিয়ান ব্রান্ডট ও নিকো শুলজের গোলে স্বস্তির জয় পেয়েছে ইওয়াখিম লুভের শিষ্যরা।

রোববার রাতে হফেনহাইমের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে গোলের প্রথম সুযোগ পায় জার্মানি। এমনকি পরের মিনিটেই আবারও সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু এবারও সফল হতে পারেনি আগের ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করা জার্মানরা।

তবে সুযোগ হাত ছাড়া করেনি পেরু। নিজেদের প্রথম সুযোগেই ২২তম মিনিটে ডিফেন্ডার আনভিনকুলার গোলে এগিয়ে যায় অতিথিরা। তবে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি জার্মানি। ক্রুসের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ব্রান্ডট। ওই ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচ বেশ জমে ওঠে। দুই দলই একাধিকবার দারুণ সব গোলের সুযোগ পায় কিন্তু কেউই সফল হতে পারেনি। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠা ম্যাচে ৮৪তম মিনিটে জার্মানিকে এগিয়ে নেন শুলজ। এই গোললেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ রোনালদো

পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ রোনালদো

জার্মানির বিপক্ষে ফ্রান্সের দল ঘোষণা

জার্মানির বিপক্ষে ফ্রান্সের দল ঘোষণা

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস

বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক

বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক