সৌদির দায়িত্বে চিলির সাবেক কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৯ নভেম্বর ২০১৭
সৌদির দায়িত্বে চিলির সাবেক কোচ

অ্যাডগার্দো বাউজার পরিবর্তিত হিসেবে ২০১৮ বিশ্বকাপগামী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে চিলির সাবেক কোচ হুয়ান অ্যান্টনিও পিজ্জিকে নিয়োগ দিয়েছে সৌদি আরব।

মাত্র ৫টি প্রীতি ম্যাচে অংশ নেয়ার পর সাবেক আর্জেন্টাইন কোচ বাউজাকে গত সপ্তাহে বরখাস্ত করে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটি। এদিকে পিজ্জি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করলেও রোজারিও সেন্ট্রালের স্ট্রাইকার হিসেবে ফুটবল খেলেছেন। এরপর তিনি খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন টেনেরিফে, ভ্যালেন্সিয়া এবং বার্সেলোনায়। আন্তর্জাতিক পর্যায়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন স্পেনের।

আজ (মঙ্গলবার) আকস্মিকভাবেই বাউজার পরিবর্তিত হিসেবে পিজ্জিকে জাতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ। যার অধীনে থেকে চিলি আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। তবে তিনিই ২০০৬ সালে হল্যান্ডের কোচ বের্ট ফন মারবিঝকের স্থলাভিষিক্ত হয়ে দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন।

আগামী শুক্রবার মস্কোর ক্রেমলিনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে গ্রুপ প্রতিপক্ষ দলগুলোর নাম জানতে পারবে সৌদি আরব।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাত ম্যাচ পরে আবারও আলাভেসের কোচ বরখাস্ত

সাত ম্যাচ পরে আবারও আলাভেসের কোচ বরখাস্ত

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে গোতজে

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে গোতজে

অবশেষে ফিরলেন বেল

অবশেষে ফিরলেন বেল

চাইনিজ সুপার লিগে আলোচনায় কাকা

চাইনিজ সুপার লিগে আলোচনায় কাকা