দুর্দান্ত হামজা, গোল মিসের মহড়ায় ভারতকে পয়েন্ট দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৫ মার্চ ২০২৫
দুর্দান্ত হামজা, গোল মিসের মহড়ায় ভারতকে পয়েন্ট দিলো বাংলাদেশ

ছবি: বাফুফে

হামজা চৌধুরী যুক্ত হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ ফুটবল। অভিষেক ম্যাচেও মন জয় করলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পেশাদার এ ফুটবলার। তবে গোল মিসের মহড়ায় পড়ে ভারতকে হারাতে পারলো না বাংলাদেশ। একের পর এক সুযোগ হারিয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য সমতায় ম্যাচ শেষ করলো হাবিয়ের ক্যাবরেরার দল।

ভারতে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের এ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। তবে একের পর এক গোল মিসে পয়েন্ট হারায় বাংলাদেশ। ভারতকে এক দিয়ে নিজেরা এক পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করেছে হামজা চৌধুরীরা।

ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যে গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। অভিষিক্ত হামজা চৌধুরীর লম্বা পাসে দারুণ সুযোগ তৈরি হলেও ভারতের ডিফেন্ডাদের দক্ষতায় ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে শুরুতেই গোল মিস করে সফরকারীরা।

কিছুক্ষণ পর হামজার নেওয়া কর্নারে ভারতীয় গোলরক্ষক বিশাল গ্রিপ করলেও শট নেওয়ার সময় বল বাধাগ্রস্ত হলে আবারও ভারতের পোস্টের দিকে চলে যায়। বাংলাদেশের হৃদয়ের শট ভারতীয় ডিফেন্ডার গোললাইন থেকে ক্লিয়ার করেন। ২২তম মিনিটে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান বাংলাদেশ অধিনায়ক তপু বর্মণ। ফলে আরেক ডিফেন্ডার রহমত মিয়া আর্মব্যান্ড নিয়ে মাঠে নামেন।
sportsmail24

প্রথমার্ধে বাংলাদেশ বল পজেশন ও আক্রমণে ভারতের চেয়ে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে মাঠ দলখে নেয় ভারত। শুরু থেকেই আক্রমণ করতে থাকে তারা। ম্যাচের ৫৫তম মিনিটে লিস্টন কোলাসোর ক্রসে সুনীল ছেত্রী মাথা ছোঁয়াতে পারলেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে বেঁচে যায় বাংলাদেশ।

ম্যাচের ৭৫তম মিনিটে রাকিবের বাড়ানো বলে ফাহিম বক্সের মধ্যে গোলের সুযোগ পেয়েও মিস করেন। দুই মিনিট পর হ্যাভিয়ের দুই সোহেল রানাকে এক সঙ্গে নামান হৃদয় ও মোরসালিনের জায়গায়। একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও ম্যাচের ফল পরিবর্তন করতে পারেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

এদিকে, অভিষেক ম্যাচে হামজার উজ্জ্বল দিনে নিষ্প্রভ ছিলেন ভারতের সুনীল ছেত্রী। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেননি অবসর ভেঙে ফেরা ছেত্রী। নিষ্প্রাণ থাকা ছেত্রীকে ৮১তম মিনিটে মাঠ থেকে তুলে নেন ভারতীয় কোচ মার্কোস।



শেয়ার করুন :