‘‌ইনশাআল্লাহ আমরা উইন করমু’, এসেই ভারতকে হুশিয়ারি দিলেন হামজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৭ মার্চ ২০২৫
‘‌ইনশাআল্লাহ আমরা উইন করমু’, এসেই ভারতকে হুশিয়ারি দিলেন হামজা

‘ইনশাআল্লাহ আমরা উইন করমু’ দেশের মাটিতে পা রেখেই ভারতের বিপক্ষে হুশিয়ারি দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্সিফ মিডফিল্ডার হামজা চৌধুরী। সিলেটে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

দীর্ঘ প্রতিক্ষার পর সোমবার (১৭ মার্চ) বাংলাদেশি ফুটবল সর্মথকদের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটি স্পর্শ করেছেন হামজা চৌধুরী। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ডিফেন্সিফ মিডফিল্ডার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের পাশাপাশি অসংখ্য ফুটবল ভক্ত বিমানবন্দরে হামজাকে স্বাগত জানায়। সেখান থেকে হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান তিনি। দুইদিন হবিগঞ্জে পরিবারের সাথে কাটানোর পর ঢাকায় ফিরে বাংলাদেশ ফুটবল দলের সাথে যোগ দেবেন হামজা।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সাড়ার পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেন হামজা। প্রথমে ইংরেজিতে তিনি বলেন, “এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ। দারুণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতবো এবং খুব দ্রুতই আমরা ফুটবলে উন্নতি করবো।”

২৭ বছর বয়সী এ ডিফেন্সিভ ফুটবলারের মুখে বাংলা শুনতে চাইলে সিলেটের আঞ্চলিক ভাষায় হামজা বলেন, “ইনশাআল্লাহ আমরা উইন করমু (ভারতের বিপক্ষে)। আমার বিগ ড্রিম আছে। আমি কোচ হাভিয়েরের সাথে কথা বলেছি। ইনশা আল্লাহ, আমরা উইন করিয়া প্রগ্রেস করতে পারমু।”

২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর। সাথে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হবে।



শেয়ার করুন :