নেপালের বিপক্ষে মাঠে নামার আগে একটা হিসাব-নিকাশ অবশ্য পেয়ে গেছে বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচে জিততে হবে। ড্র করলেও চলবে। বাংলাদেশ পৌঁছে যাবে সেমিফাইনালে। কিন্তু কোনোভাবে হেরে গেলে ছিটকে যাবে! তাহলে একটা ট্র্যাজেডিই ঘটে যাবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়। এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যে খেলোয়াড়দের নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ জেমি ডে, সেই একাদশই মাঠে নামিয়েছেন। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারায় ১-০ গোলে।
বাংলাদেশ একাদশ
ওয়ালী ফয়সাল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, স্বাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, মাশুক মিয়া জনি, শহিদুল আলম (গোলরক্ষক)।