বাংলাদেশ ফুটবলের কিট স্পন্সর হচ্ছে ‘দৌড়’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ ফুটবলের কিট স্পন্সর হচ্ছে ‘দৌড়’

দীর্ঘমেয়াদে প্রথমবারের মতো কিট স্পন্সর পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশীয় ব্র্যান্ড ‘দৌড়’কে কিট স্পন্সর হিসেবে বেছে নিয়েছে বাফুফে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বছর জুড়ে বাংলাদেশের পুরুষ, নারী ও বয়সভিত্তিক দলকে ম্যাচ ও অনুশীলন জার্সিসহ পুরো কিট সেট দেবে দৌড়। এর ফলে প্রায় কোটি টাকা সাশ্রয় হবে ফুটবল ফেডারেশনের। এছাড়া থাকছে আয়ের সুযোগও। জার্সি বিক্রির লভ্যাংশের একটি অংশ প্রাপ্তি নিয়ে চলছে আলোচনা।

প্রাথমিকভাবে দৌড় এর সাথে চুক্তি দু’বছরের চুক্তি করবে বাফুফে। যার মধ্যে এক বছর পর হবে পর্যালোচনা। চুক্তির পর ফুটবল ফেডারেশনের নিজেদেরও জার্সি শপ চালুর পরিকল্পনা আছে।



শেয়ার করুন :