বাফুফের ব্যবস্থা নেওয়ার আশ্বাস, জিডি করলেন সুমাইয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
বাফুফের ব্যবস্থা নেওয়ার আশ্বাস, জিডি করলেন সুমাইয়া

নারী ফুটবলারদের আন্দোলনের মাঝে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুলে স্ট্যাটাস দিয়েছিলেন মাতসুশিমা সুমাইয়া। বিষয়টি নজরে আসায় হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে রাতেই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার নিজেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন সুমাইয়া।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া। জিডি করার সময় বাফুফের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী সুমাইয়ার সঙ্গে ছিলেন।

জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন দলের কয়েকজন সিনিয়র সদস্য। এদের মধ্যে মাতসুশিমা সুমাইয়াও রয়েছেন। কোচের সঙ্গে ফুটবলারদের সমস্যা সমাধানে বাফুফে একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

এর মাঝে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার তথ্য জানান। তিনি বলেন, একাধিকবার এমন হুমকি দেওয়া হয়েছে। যেখানে বাবা-মার সিদ্ধান্ত না মেনে শুধু দেশের ভালোবাসায় বাংলাদেশের হয়ে ফুটবল খেলছেন তিনি।

সুমাইয়ার স্ট্যাটাস দেওয়ার পর রাতেই বাফুফে থেকে জানানো হয়, মাতসুশিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকিদার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।



শেয়ার করুন :