দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করার আশা প্রকাশ করেছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফ্যান্টিনো। বাংলাদেশের এ সফরে নারী ফুটবলে অর্থায়নের আশা করছেন তিনি।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ আশা করেন।
সাক্ষাৎকালে ইমফ্যান্টিনো খেলাধুলাকে কার্বণ নিরপেক্ষ করার ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের ধারণার প্রশংসা করেন এবং বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে।
বাংলাদেশ সফর প্রসঙ্গে ফিফা প্রধান জিয়ান্নি ইনফ্যান্টিনো অধ্যাপক ইউনূসকে বলেন, “'আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান।”
প্রধান উপদেষ্টা বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য সহায়তা চেয়েছেন। ফিফা প্রধান জানান, ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়।
বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।