এ বছর উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন লুকা মডরিচ। কিন্তু সেটা মানতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদোর বোন। পুরস্কার প্রাপ্য ছিল তার ভাই রোনালদোরই। এ কারণে তার বোন, এজেন্ট ও জুভেন্তাসের প্রধান নির্বাহী উয়েফার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। এমনকি রোনালদো পুরস্কার পাচ্ছেন না জেনেই নাকি মোনাকোর উয়েফা অ্যাওয়ার্ড নাইটে যাননি। রোনালদো নাকি বেশ ক্ষুব্ধ।
তবে রোনালদোর সাবেক সতীর্থ লুকা মডরিচ জানালেন সিআরসেভেন ক্ষুব্ধ নয়। বরং সাবেক রিয়াল সতীর্থকে সেদিন অভিনন্দন জানিয়েছিলেন সিআর সেভেন। বৃহস্পতিবার রাতে পর্তুগালে গিয়ে ক্রোয়েশিয়ার পক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলা শেষে মডরিচ বলেন, 'রোনালদোর সঙ্গে আমার ভালো সম্পর্ক। আগেও ছিল, এখনও আছে।'
এরপর তিনি বলেন, 'আমার কাছে ব্যক্তিগত পুরস্কার গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে দলীয় পুরস্কার। আমি দলীয় অর্জনই পেতে চাই। এ নিয়ে ইতিমধ্যেই অনেক কথা বলেছি।' বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী মডরিচ উয়েফার বর্ষসেরার পুরস্কারটি জিতেছিলেন রোনালদো ও মোহামেদ সালাহকে হারিয়ে। কোচ ও সাংবাদিকদের দেওয়া ভোটে রোনালদোর চেয়ে মোট ৯০ ভোট বেশি পান মডরিচ।
উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর রোনালদো তার সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে ৩২ বছর বয়সী রিয়াল মিডফিল্ডার বলেন, 'আমি পুরস্কার জেতার পর সে (রোনালদো) একটা মেসেজ পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে। বলেছে, আমি পুরস্কার পাওয়ায় সে খুশি, এটা আমারই প্রাপ্য ছিল। শিগগিরই আমাদের দেখা হবে বলেও আশা প্রকাশ করেছে।'
গত সপ্তাহে উয়েফার বর্ষসেরা পুরস্কার ঘোষণার পরপর রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস বলেন, 'রোনালদো এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করেছে। রিয়ালকে আরেকটি শিরোপা এনে দিয়েছে। কিন্তু যেটা হলো, এটা পাগলামি এবং অসম্মানজক। কে পুরস্কারবিজয়ী এ নিয়ে কোনো সন্দেহই নেই।'
ক্রোয়েশিয়ার কোচ জল্গাতকো দালিচ রোনালদোর স্বার্থপরতার কথা উল্লেখ করে বলেছিলেন, তিনি কোচ থাকলে কখনোই রোনালদোকে নিতেন না। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচের পর নিজেদের মন্তব্যের ব্যাখ্যা দেন তিনি, 'রোনালদো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সেদিন কথাটা আমি বলেছিলাম রোনালদোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না যাওয়ার পরিপ্রেক্ষিতে। আমি বলেছি সে কিছুটা স্বার্থপর। আসলে আমি তাকে নেতিবাচকভাবে কিছু বলতে চাইনি। আমাকে ভুল বোঝা হয়েছে।'