সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এ সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে যা কিছু অর্জন করেছেন তার থেকেও আরও বেশি শিরোপা জয়ের জন্য নিজেকে ক্ষুধার্ত দাবি করেছেন সিআর সেভেন।
পর্তুগালের অধিনায়ক সম্প্রতি গ্লোব সকার এ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২৪ সালে মধ্যপ্রাচ্যের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি টান্সফার সুবিধায় আল নাসরেতে যোগ দেওয়ার পর এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৮৩ ম্যাচে গোল করেছেন ৭৪।
রিয়াদের সময়টাতে আলোকপাত করে ৩৯ বছর বয়সী রোনালদো স্থানীয় মিডিয়া চ্যানেলে বলেছেন, “আমি এখানে (সৌদি আরব) এসে অত্যন্ত খুশি। আমার পরিবারও খুশি। সুন্দর এ দেশে আমরা একটি নতুন জীবন শুরু করেছি। জীবন সুন্দর, ফুটবলও সুন্দর। ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে বলতে গেলে আমরা এখনো লড়াইয়ে টিকে আছি, আমরা এখনো উন্নতি করছি।”
ক্যারিয়ারে ৯০০রও বেশি গোল করা রোনালদো আন্তর্জাতিক অঙ্গনেও সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন। রোনালদো বিশ্বাস করেন, “আমার কাছে মনে হয় একটি লিগ উন্নতির পথে থাকলে সেটা অবশ্যই সম্মানের। এ লিগটিকে আরও উন্নত, আরও আকর্ষণীয় করতে অনেক তারকা খেলোয়াড়ই এখানে (সৌদি) আসছে। আমি যেহেতু প্রথম খেলোয়াড় হিসেবে এখানে এসেছি সে কারণে আমার অর্জনটাও ভিন্ন।”
তিনি আরও বলেন, “আমি আগামী পাঁচ অথবা ১০ বছরে এ লিগের আরও উন্নতি দেখার জন্য মুখিয়ে আছি। শুধুমাত্র প্রথম দল নয়, একাডেমির দলগুলোও যেন উন্নতি করে। শুধুমাত্র সৌদি খেলোয়াড় কিংবা লিগের ভবিষ্যতের জন্য নয়। বিশ্বের অন্যান্য লিগের সাথে সমান তালে লড়াই করারও জন্য এর উন্নতির প্রয়োজন। এটাই আমরা স্বপ্ন। সবাই রোনালদোকে যেন একটি উদাহরণ হিসেবে দেখতে পারে। শুধুমাত্র মাঠের রোনালদো নয়, মাঠের বাইরেও এদেশের ফুটবলের উন্নয়নে আমি ভূমিকা রাখতে চাই।”
‘রোনালদো ইসলাম গ্রহণ করতে চান’
২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়ের মাধ্যমে রোনালদো আল নাসরের জার্সিতে একটি শিরোপা জয় করেছেন। গত মৌসুমে লিগ শিরোপা জয়ে তার দল ব্যর্থ হলেও পুরো মৌসুমে সৌদি পেশাদার লিগের রেকর্ড ৩৫ গোল করেছিলেন।
রোনালদো বলেন, “একটি দল যখন শিরোপা জিতে তখন তাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যায়। এখানে আসার পর প্রথম শিরোপা জয়ের অনুভূতি ছিল সত্যিই বিশেষ কিছু। তবে আমি আরও চাই। ধারাবাহিকতা বজায় রেখে এ ক্লাবকে আরও বেশি শিরোপা উপহার দিতে চাই। ইনশা আল্লাহ, আমি বিশ্বাস করি এ বছরটি (২০২৫) আল নাসরের অনেক ভালো যাবে।”