বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী

বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ একটি সুখবর দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ফুটবল খেলার অনুমতি পেয়েছেন।

হামজার ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে নিশ্চিত করা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। ফিফার ছাড়পত্র পাওয়ায় লাল-সবুজ জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে হামজা চৌধুরীর আর কোন বাধা থাকলো না।

বাফুফের পেজে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলেছেন, ‍‍‍আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি দ্রুতই দেখা হবে।‍‍‍‍

চলতি বছরের জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করে আগস্টে হাতে পেয়েছেন হামজা। এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র পেলেন তিনি।

বাফুফে আশা করছে, হামজা চৌধুরী অন্তর্ভুক্তি দেশের ফুটবলের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যের সমূহ সম্ভাবনায় দ্বার উন্মুক্ত করবে।



শেয়ার করুন :