সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দ্বিতীয় সাফজয়ী দলটি এবার ফিফা থেকেও পুরস্কার পেল। ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান এখন ১৩২ নম্বর।
শুক্রবার (১২ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।
২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সাফেও একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার রেকর্ড গড়ে সাবিনা খাতুনের দলটি।
চার মাস পর এবার মেয়েদের র্যাঙ্কিং প্রকাশ করলো ফিফা। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে নারী দলগুলো মোট ১৭৬টি ম্যাচ খেলেছে। যার পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়েছে দলগুলোর অবস্থান।
বছরের পুরোটা সময় মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এবারও তারা সেই অবস্থান ধরে রেখেছে তারা। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ২–৩ এ উঠেছে স্পেন ও জার্মানি। এ ছাড়া দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড ৪ নম্বরে নেমে গেছে। এছাড়া প্রথমবার ফিফা নারী দলের র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে জিব্রাল্টার, তাদের অবস্থান ১৮৫তম।