সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলা পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ইঙ্গিত দিয়ে প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ। তিনি বলেন, “রোনালদো সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করতে চায়। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং সে আগ্রহ প্রকাশ করেছে।”
একটি অনুষ্ঠানে কথা বলার সময় রোনালদোকে নিয়ে এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন আল-নাসরের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ। এমনকি, অনুশীলনের সময় আজান হলে অনুশীলন বন্ধ করেন দেন সিআর সেভেন, এমন তথ্য জানিয়েছেন ওয়ালিদ আবদুল্লাহ।
তিনি বলেন, “রোনালদো সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করতে চায়। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং সে আগ্রহ প্রকাশ করেছে। গোল করার পর সে ইতিমধ্যেই মাঠে সেজদা করেছে এবং সে সব সময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামিক ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করে।”
অনুশীলনের সময় মুসলিম সতীর্থদের প্রার্থনা করতে দেওয়ার পাশাপাশি আযান শুরু হলে সাথে সাথে কোচকে প্রশিক্ষণ সেশন বিরতি দিতে বলেন রোনালদো।
ওয়ালিদ আবদুল্লাহ বলেন, “প্রশিক্ষণের সময় যখন আজান শোনা যায়, তখন রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত অনুশীলনের বিরতি দিতে বলেন।”
ওয়ালিদ আবদুল্লাহ বলেন, “শুরুতে আমি ক্রিস্টিয়ানোর কাছাকাছি ছিলাম, কারণ তিনি দেশের (সৌদি আরব) সংস্কৃতি, ক্লাব বা অন্যান্য দিকগুলোর সাথে পরিচিত ছিলেন না। তিনি কৌতূহলী ছিলেন এবং প্রায়শই আমাকে নির্দিষ্ট কিছু বিষয়ে প্রশ্ন করতেন।”
ইউরোপিয়ান ফুটবল ছেড়ে ২০২২ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা এশিয়ার ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।