টানা দ্বিতীয়বারের মতো সাফজয় করার পর ছুটিতে নিজ নিজ বাড়ি ফিরেছেন জাতীয় দলের নারী ফুটবলাররা। বাড়ি ফেরার পর নিজ নিজ জেলায় সংবর্ধনা পাচ্ছেন স্বর্ণকন্যারা। জেলা প্রশাসক থেকে শুরু করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন দেশের নাম উজ্জ্বল করা মেয়েরা।
নিজ জেলা ঠাঁকুরগাওয়ে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন সাফ চ্যাম্পিয়শীপ বিজয়ী বাংলাদেশ নারী দলের তিন খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে তিন ফুটবলারকে সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাফজয়ী সাতক্ষীরার নারী ফুটবলার জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভিন ও আফাঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাফজয়ী তিন কৃতি খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট প্রদানের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় দলীয় অধিনায়ক সাবিনা বলেন, “শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে-মেয়েরা নেতৃত্ব দিচ্ছে। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দুঃখজনক। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাসুরা-আফঈদাদের উঠিয়ে আনার কোনো ব্যবস্থা নেই।”
সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।”
সাফজয়ী পাহাড়ের তিন স্বর্ণকন্যা ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। ২৩ নভেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিওন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে যৌথভাবে তাদের সংবর্ধনার জানানো হবে।
অক্টোবরে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে জয়ী হয় বাংলাদেশ।