ইনজুরি সময়ে পাপনের গোলে নেপালকে হারালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৪
ইনজুরি সময়ে পাপনের গোলে নেপালকে হারালো বাংলাদেশ

সফরকারী মালদ্বীপকে দ্বিতীয় ম্যাচের ২-১ গোলের ব্যবধানে হারের স্বাদ দিলো বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বদলি নেমে বাংলাদেশকে জয় উপহার দেন পাপন সিং। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-১ গোলের সমতায় ছিল দুই দল।

এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার এ সিরিজটি। চলতি ২০২৪ সালে বাংলাদেশের এটিই ছিল শেষ ম্যাচ। ফলে জয় দিয়েই বছর শেষ করতে পারলো বাংলাদেশ ফুটবল দল।

ঢাকায় অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল হয়। প্রথমে মালদ্বীপ এগিয়ে যাওয়ার পর সমতায় ফিরে বাংলাদেশ। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে গিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও প্রথমে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ২৩তম মিনিটে ডিফেন্ডার তপু বর্মণ ভুল পাস করলে বল পেয়ে যান মালদ্বীপের মিডফিল্ডার ইব্রাহীম হোসেন।

বল পেয়েই বক্সের মধ্যে আলী ফাসিরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। দক্ষ এ ফরোয়ার্ড কোন প্রকার ‍ভুল না করে বাংলাদেশের দুই ডিফেন্ডারের মাঝ থেকে বল পাঠিয়ে দেন জালে। গোলরক্ষক মিতুল মারমা চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। ম্যাচের ৪২তম মিনিটে সফলও হয় স্বাগতিকরা। বক্সের বাইরে বল পেয়ে নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বিভ্রান্তিতে ফেলে গোল আদায় করেন নেন মজিবুর রহমান জনি। ফলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে কোন দলই গোল করতে পারেনি। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় সেই আগের সমতাতেই। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত হিসেবে ৬ মিনিট সময় দেন রেফারি।

বাড়তি এ সময়ে তৃতীয় মিনিটে বদলি নামা পাপন সিং বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন। বাম প্রান্ত থেকে বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে ঠান্ডা মাথায় মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। পুরো স্টেডিয়াম জয়ের উল্লাসে মেতে ওঠে।



শেয়ার করুন :