রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলোকে দলে ভেড়াতে চাইছে জুভেন্তাস, এটা বেশ পুরনো খবর। পুরনো ক্লাব সতীর্থকে নিজের বর্তমান দল জুভেন্তাসে টানতে ক্রিশ্চিয়ানো রোনালদোও আগ্রহী, এই খবরও চাওর হয়েছে ইতিমধ্যেই।
তবে স্প্যানিশ গণমাধ্যমের নতুন খবর, এবার মার্সেলোকে ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেকটাই মনস্থির করে ফেলেছে রিয়াল কর্তৃপক্ষও। মার্সেলোকে জুভেন্তাসের কাছে ছেড়ে দিয়ে জুভেন্তাসের ব্রাজিলিয়ান ব্যাক অ্যালেক্স সান্দ্রোকে দলে ভেড়াতে চায় লস ব্লাঙ্কোসরা।
এতদিন কেবল জুভেন্তাস মার্সেলোর ব্যাপারে আগ্রহী হলেও এখন রিয়াল সান্দ্রোর প্রতি আগ্রহ দেখানোয় মার্সেলোর জুভেন্তাসে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বলই হলো বলা চলে। রোনালদো রিয়াল ছেড়ে চলে গেলেও মার্সেলোর সঙ্গে তার বন্ধুত্বে সামান্যতম চিড় ধরেনি। বরং নিয়মিত যোগাযোগে রোনালদোও মার্সেলোকে জুভেন্তাসে আসার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন।
স্প্যানিশ সংবাদপত্র তুতোস্পোর্তের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগুইর সঙ্গেও সম্পর্ক ভালো নয় মার্সেলোর। জিরোনার বিপক্ষে ম্যাচে তাকে মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাপারটা মোটেও ভালোভাবে নেননি এই ফুটবলার।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে সেই সিদ্ধান্তের ব্যাপারেও কথা বলেছেন তিনি। সব মিলিয়ে তাই রিয়ালে মার্সেলো অধ্যায় শেষ হতে চলেছে বলেই অভিমত ফুটবল বিশ্নেষকদের।