সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৪
সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

টানা দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়নশীপের ট্রফি জয় করা বাংলাদেশ নারী ফুটবলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্বাচনের পর প্রথমবারের মতো সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া সাফজয়ী দলটিকে বাফুফে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফেরার পর নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া সাফ চ্যাম্পিয়নশীপের ট্রফি জয়ের পর জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকেও নারী ফুটবল দলকে এক কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। অনন্তর্তীকালীর সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এ ঘোষণা দিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ ছাড়াও সাফ জয়ী নারীদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার তথ্য জানানো হয়েছে।

বাফুফের নির্বাচনের পর শনিবার (৯ নভেম্বর) প্রথমবারের মতো নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত সভাপতি তাবিথ আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী ফুটবলারদের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়।



শেয়ার করুন :