লিভারপুলের ভবিষ্যৎ প্রসঙ্গে কোন কথা বলতে রাজি হননি মোহাম্মদ সালাহ। তবে মিশরীয় এ তারকা স্ট্রাইকার জানিয়েছেন, যা কিছুই হোক না কেন এ্যানফিল্ডে গোল করার অনুভূতি কখনই ভুলবেন না।
গত শনিবার ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলের জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ম্যাচে জয়সূচক গোলটি করেছেন সালাহ। ৩২ বছর বয়সী সালাহর মৌসুমের এটি নবম গোল।
২০২০ সালের পর প্রথমবারের মতো ইংলিশ লিগ শিরোপার জন্য মুখিয়ে থাকা লিভারপুলের জন্য সালাহর ফর্মে থাকা যে কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই অনুমেয়। যদিও এ মৌসুমের শেষে এ্যানফিল্ডে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
মেয়াদ শেষের দিকে থাকলেও এখনো নতুন কোন চুক্তির ব্যপারে কোন আলোচনায় হয়নি। যে কারণে সালাহর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জানুয়ারিতে ইংল্যান্ডের কোন ক্লাবের বাইরে অন্য কোন লিগে তার চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
ব্রাইটনের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে সালাহ বলেছেন, “টেবিলের শীর্ষস্থানটা এমন যে সেখানে অবস্থান করাটা লিভারপুলের প্রাপ্য। সব দলই জেতার মানসিকতা নিয়ে মাঠে নামে। তবে একটি দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। সমর্থনের জন্য কলকে ধন্যবাদ। যাই হোক না কেন এ্যানফিল্ডে গোল করার অনুভূতি ভিন্ন।”
সূত্র মতে, বর্তমানে প্রতি সপ্তাহে সালাহ সাড়ে তিন লাখ মার্কিন ডলার বেতন পাচ্ছেন। চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর সালাহ বলেছিলেন, এখনো নতুন চুক্তি প্রসঙ্গে ক্লাবের সাথে কোন আলোচনা হয়নি।
স্কাই স্পোর্টসকে গত মাসে বলেছেন, “সত্যি বলতে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর মনে হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডে এটাই আমার শেষ ম্যাচ।”
যদিও লিভারপুল বস আর্নে স্লট সালাহর ভবিষ্যৎ নিয়ে মোটেই চিন্তিত নন। স্লট বলেন, “খেলোয়াড়রা যদি প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে না পারে তবে চুক্তির বিষয়টি সমস্যায় পড়বে। এ মুহূর্তে তিনজনই দারুণ খেলছে। প্রত্যেকেই আলোচনার মধ্যে রয়েছে।”