সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃস্পতিবার (৩১ অক্টোবর) বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দুপুরে বিসিবি সভাপতি পুরস্কৃত করার তথ্য জানিয়েছিলেন।
বুধবার (৩০ অক্টোরব) কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে২-১ গোলে হারিয়ে সাফ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। গত আসরেও প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তিতে সাফ জয়ী নারী ফুটবলার এবং পুরো টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য নারী ফুটবল দলের জন্য আমরা অত্যন্ত গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনের এমন উদযাপনে যোগ দিয়েছে বিসিবি।”
তিনি বলেন, “ফুটবলে মেয়েদের এমন জয় বাংলাদেশের সকল ক্রীড়াবিদ ও নারীদের জন্য অনুপ্রেরণার। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটিকেও অভিনন্দন জানাই। বিসিবি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ঐতিহাসিক বিজয় দেশজুড়ে আগ্রহ ও সমর্থন বাড়িয়ে দেবে।”
২০২২ আসরে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথমবার শিরোপা জয়ী নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল নাজমুল হাসানের তৎকালীন বোর্ড। এবার দ্বিতীয়বার শিরোপা জয়ে বিসিবি থেকে ২০ লাখ টাকার পুরস্কার পাচ্ছে সাবিনারা।