গোঁড়ালির লিগামেন্ট ইনজুরির কারণে বেশ লম্বা সময়ের জন্য (ছয় সপ্তাহ) মাঠের বাইরে চলে গেছেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার মারিও গোতজে।
শনিবার শালকের বিপক্ষে বুন্দেসলিগা ম্যাচে গোতজে ইনজুরিতে পড়েন। ঘরের মাঠের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। প্রথমার্ধেই অপ্রতিরোধ্য ডর্টমুন্ড ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল। ২৫ বছর বয়সী গোতজে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। কিন্তু শালকের অসাধারণ পারফরমেন্সে জয় পাওয়া হয়নি স্বাগতিকদের।
ডর্টমুন্ড তাদের নিজস্ব টুইটারে বলেছে, ‘সবদিকেই দুঃসংবাদ। মারিও গোয়েতজের লিগামেন্টে আঘাত লেগেছে। ম্যাচটিও ড্র হয়েছে।’
আগামী ২০ ডিসেম্বর শীতকালীন বিরতির আগে ছয় সপ্তাহের মধ্যে গোয়েতজে পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না। এর মধ্যে লা লিগায় বায়ার লিভারকুসেন, চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও জার্মান কাপে বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচগুলো রয়েছে।