সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শ্রীঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করলো ভারত। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে ভারত।
ম্যাচের শুরুতে পরস্পরকে পরখ করতে কিছুটা সময় নেয় দল দুটি। এরপর শুরু হয় আধিপত্য বিস্তারের লড়াই। প্রতি আক্রমণের কৌশল নিয়ে শ্রীলঙ্কা মধ্য মাঠে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেও ভারত কিছুটা সময় নেওয়ার পর চেপে বসে। ম্যাচের ৩য় মিনিটে স্ট্রাইকার ফারুক হাজি কাশেম চৌধুরী দ্রুততার সঙ্গে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে লঙ্কান ডি বক্সে ঢুকে আগুয়ান আশিক কুরুনিয়ানের কাছে কাট ব্যাক করে দিলে তিনি সময় মত সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন।
তবে ক্রমেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ভারত এগিয়ে যায় ম্যাচের ৩৫তম মিনিটে। সুমিত পাশির থ্রো পাসের বল নিয়ন্ত্রণে নিয়ে আশিক কুরানিয়ান বাঁ পায়ের মাটি কামড়ানো শটে পরাস্ত করেন লংকান গোল রক্ষক সুজন পেরেইরাকে (১-০)। দুই মিনিট পর গোলটি পরিশোধের ভালো একটি সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। মোহাম্মদ ফজলের ৩৭তম মিনিটের দূরপাল্লার শটের বলটি অল্পের জন্য লক্ষ্যভ্রস্ট হয়।
৪৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ভারত। দূরপাল্লার কোনাকুনি শটে শ্রীলঙ্কার জালে বল পাঠান লালিয়ানজুয়ালা চাঙ্গে (২-০)। এরপর আরও ধারালো হয়ে ওঠে ভারতের আক্রমণ। শ্রীলঙ্কা শিবিরে মুহর্মুহ আক্রমণ চালালেও সেসব আক্রমণ কাজে আসেনি। কখনও গোলরক্ষক, কখনো গোলবার আবার কখনো গোলবারের উপর দিয়ে বাইরে আছড়ে পড়ে।
এ অর্ধে গোল করার চেয়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত দেখে ছিল লঙ্কান খেলোয়াড়রা। জয়ের ব্যবধান ২-০ গোলের হলেও ভারতের তারুণ্য নির্ভর দলটি ম্যাচের শুরু থেকে শেষ খেলে গেছে একই ছন্দে।
সাফে বরাবরই শক্তিশালী দল ভারত। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ বার শিরোপা জিতেছে দলটি। পক্ষান্তরে শ্রীলঙ্কা শিরোপা জিতেছে মাত্র একবার। আজকের ম্যাচসহ দুদল খেলেছে মোট ১৬ বার। তাতে ভারতের ৯ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৩ ম্যাচে। দু’দলের বাকি ৪ ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়েছে।