বড় আয়োজন করে তরফদার রুহুল আমিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচনের ঘোষনা দিলেও মনোনয়ন ফরম তুলেছিলেন সিনিয়র সব-সভাপতির। এবার সেখান থেকেও সরে দাঁড়ালেন এ ক্রীড়া সংগঠক।
বাফুফে নির্বাচন থেকে তরফদার রুহুল আমিনের সরে দাঁড়ানোর আবেদন নিয়েও হয়েছে নাটকীয়তা। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন সংগঠনটির সাধারণ সম্পাদক বরাবর করেছিলেন।
নিয়ম অনুযায়ী বাফুফের নির্বাচন কমিশন বরাবর দেওয়ার কথা ছিল। তবে বিষয়টি করণিক ভুল হিসেবে ধরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিসয়ে তরফদারের আবেদন গৃহীত হয়েছে। এর ফলে ২০২৪ সালের বাফুফের নির্বাচনে তরফদার রুহুল আমিন আর থাকছেন না।
তরফদার রুহুল আমিন সরে দঁড়ানোয় বাফুফের নির্বাচনে সহ-সভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কারণ, তরফদার রুহুল আমিন ছাড়া ইমরুল হাসানের প্রতিপক্ষ আর কেউ ছিলেন না।
অবশ্য মনোনয়ন প্রত্যাহারের কারণ উল্লেখ করেছেন তরফদার রুহুল আমিন। সেগুলো হলো-
১) আইন না মেনে ডেলিগেট ফরম সরাসরি হাতে হাতে প্রদান করা।
২) ফিফা কর্তৃক নিষিদ্ধ এবং বাফুফে থেকে বহিষ্কৃত সেক্রেটারি মো. আবু নাঈম সোহাগ কর্তৃক নির্বাচন বিধিমালা প্রকাশ ও বিতরণ।
৩) প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠন, কারন উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্রধান নির্বাচন কমিশনারকে পরপর ৫ বার একই দায়িত্বে নিয়োগ প্রদান করা হয়েছে।
৪) নির্বাচন আয়োজনের স্বচ্ছ পরিবেশ তৈরি করতে না পারা।
৫) নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকা।