বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিলেও সিনিয়র সহ-সভাপতি পদের প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন তরফদার রুহুল আমিন। শনিবার বাফুফের নির্বাচন কমিশন থেকে এ ফরম সংগ্রহ করেন।
বাফুফের পক্ষ থেকে স্পোর্টস মেইল এ তথ্য নিশ্চিত হয়েছে।
বাফুফের নির্বাচনে সভাপতি পদে কাজী সালাহউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই ব্যবসায়ী তরফদার রুহুল আমিন নড়েচড়ে বসেছিলেন। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠান করে জানিয়েছিলেন, বাফুফের নির্বাচনে সভাপতি পদে লড়াই করবেন।
বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী হবেন তরফদার রুহুল আমিন
বিএনপি সমর্থীত সাবেক ফুটবলার আমিনুল হককে সাথে নিয়ে ওই ঘোষণা দেওয়ায় মনে হয়েছিল দল থেকেও সমর্থন পেতে যাচ্ছেন। তবে বিএনপি থেকে তাবিথ আওয়াল বাফুফের সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়।
তাবিথ আওয়াল নির্বাচনে আসায় আগের ন্যায় এবারও তরফদার রুহুল আমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিনি।
বাফুফে নির্বাচন: মনোনয়ন ফরম নিলেন সিরাজগঞ্জের হিলটন
সবকিছু ঠিক থাকলে ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সারাদেশের কাউন্সিলররা তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।