বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে সারাদেশের ৫৩টি উপজেলায় খেলা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলায় দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় আদ্রা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে আড্ডা ইউনিয়ন। অপর ম্যাচে শিলামুড়ি উত্তর ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে শিলামুড়ি দক্ষিণ ইউনিয়ন।
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় গালিমপুর ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে গালিমপুর ইউনিয়ন। নবাবগঞ্জ জেলার সদর উপজেলায় তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। চরঅনুপনগর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে রানীহাটি ইউনিয়ন। এছাড়া সুন্দরপুর ইউনিয়নের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে ঝিলিন ইউনিয়ন। একই সঙ্গে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে দেবীনগর ইউনিয়ন।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ছয়দাবাদ ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করেছে বোহুলি ইউনিয়ন। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় সাদেকপুর ইউনিয়নের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে ভৈরব মিউনিসিপালিটি। ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলায় টাইব্রেকারে জাহাঙ্গীরপুর ইউনিয়নকে ৪-৩ গোলে পরাজিত করেছে মূহুমলি ইউনিয়ন।
রংপুর জেলার সদর উপজেলায় কান্দিয়া ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে সালমার ইউনিয়ন। দরগস্ত ইউনিয়নের কাছে ১-০ গোলে হেরেছে কোঁচাশহর ইউনিয়ন। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বাকেরগঞ্জ পৌরসভা চরাদী ইউনিয়নকে পরাজিত করে।
দেশে ফুটবলার সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) আয়োজন করেছে।