বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে সরি দাঁড়ালেন সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিন। আসন্ন নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন।
বাফুফের ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি এতদিন আপনাারদের সাথে ছিলেন। এটা আমান সৌভাগ্য। সামনে যে নির্বাচন আসছে ২৬ অক্টোবর, সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত।”
কাজী সালাউদ্দিন বলেন, “কিছু লোকের চাওয়া ছিল নির্বাচন পেছানোর। আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম, নির্বাচন কোনভাবেই পেছানো যাবে না। এ বিষয়ে ফিফা নির্দেশনা দিয়ে দিয়েছে।”
টানা ৪ বার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলন কাজী সালাউদ্দিন। এবারও নির্বাচন করার কথা জানিয়েছিলন সাবেক এ ফুটবলার। তবে শনিবার হঠাৎই সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন না করার ঘোষণা দেন।
সালাউদ্দিনের এ ঘোষণায় কার্যত বাংলাদেশ ফুটবল থেকে তার বিদায় ঘটলো। যদি ২৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তিনিই সভাপতি হিসেবে থাকছেন।