উয়েফা নেশন্স লিগে ফ্রান্সকে পাত্তাই দেয়নি ইতালি। মাত্র ১৩ সেকেন্ডে গোল হজম করেও দারুণভাবে ম্যাচে ফিরেছে তারা। শেষ পর্যন্ত ফ্রান্সকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে আজ্জুরিরা। ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে (বাংলাদেশ সময়) প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ব্র্যাডলি বারকোলার গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফ্রান্স। কোন ফরাসি খেলোয়াড়ের এটাই আন্তর্জাতিক কোন ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড।
গোলে এগিয়ে গেলেও দুর্দান্ত শুরুটা ধরে রাখতে পারেনি ফরাসিরা। ফেডেরিকো ডিমারকোর ৩০ মিনিটের গোলে ইতালি সমতায় ফিরে। এরপর দ্বিতীয়ার্ধে ডেভিড ফ্রাত্তেসি ও গিয়াকোমো রাসপাডোরির গোলে লুসিয়ানো স্পালেত্তির দলের জয় নিশ্চিত হয়।
ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপে হতাশ করার পর এ ফলাফল নিঃসন্দেহে ইতালিকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর ইউরোতে ইতালির শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ হয়।
এমন জয়ে ইতালিয়ান কোচ স্পালেত্তি বলেছেন, “ইতালিয়ানরা ফুটবল ভালোলবাসে। সম্প্রতি তারা খুব কষ্ট পেয়েছে। তবে আজকের ম্যাচের পর তাদের সেই হতাশা কাটবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “ভালো পারফরমেন্সের মাধ্যমে আমরা সবাই বেশ স্বস্তিবোধ করছি। ব্যক্তিগতভাবে আমি দারুণ খুশি। এখন আমাদের এ যাত্রা অব্যাহত রাখতে হবে। কারণ সবাই দেখেছে এ দলটির মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে।”
বিপরীতে ফ্রান্স তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। পুরো ম্যাচেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। সদ্য সমাপ্ত ইউরোতেও ফ্রান্স সমর্থকদের একেবারেই সন্তুষ্ট করতে পারেনি।
সেমিফাইনালে খেললেও দলের কেউই নিজেদের সেরাটা দিতে পারেনি। ম্যাচ শেষে বিষয়টি স্বীকার করেন কোচ দিদিয়ের দেশ্যম। বলেন, “এ ধরনের পারফরমেন্স আমাদের সবাইকে হতাশ করেছে।”