দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিপজিগ অধিনায়ক ওরবান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৯ আগস্ট ২০২৪
দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিপজিগ অধিনায়ক ওরবান

আরবি লিপজিগের অধিনায়ক উইলি ওরবানকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে জার্মান এফএ’র ডিসিপ্লিনারি কমিটি। শনিবার বোখামের বিরুদ্ধে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে ওরবান লাল কার্ড পেয়েছিলেন।

এ নিষেধাজ্ঞার কারনে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন ও আন্তর্জাতিক বিরতির পর ইউনিয়ন বার্লিনের বিরুদ্ধে ম্যাচ দুটিতে খেলতে পারবেন না ওরবান।

শনিবারের ম্যাচের শেষভাগে বোখামের স্ট্রাইকার মায়রন বুডুকে ফাউলের অপরাধে ৩১ বছর বয়সী হাঙ্গেরিয়ান ওরবান লাল কার্ড পান। এর আগে অভিষিক্ত এন্টোনিও নুসার গোলে লিপজিগ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল।

লিপজিগ কোচ মার্কো রোস আশা করেন ওরবানের এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে। এ সময় তিনি বলেন ভিডিতে দেখা গেছে বুডুর সংষ্পর্শে আসার আগে উইলি হালকা করে বলে স্পর্শ করেছিলেন। ওরবানের এই নিষেধাজ্ঞায় লিপজিগ সমস্যায় পড়বে বলে রোস স্বীকার করেছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :