ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮
ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

২০১৮ সালের ফিফার বর্ষসেরা কোচের তালিকায় রাশিয়া বিশ্বকাপের প্রভাব পড়েছে। যেখানে সংক্ষিপ্ত ৩ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম ও ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে আসা জ্লাতকো দালিচ। তবে ক্লাব ফুটবলে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতানো আরেক ফরাসি তারকা জিনেদিন জিদানও জায়গা করে নিয়েছেন।

জিদান গতবার এই পুরস্কারটি পেয়েছিলেন। এবারও রয়েছেন তালিকায়। যেখানে ইতিহাসের প্রথম কোনো কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছেন তিনি। সর্বশেষ লিভারপুলকে হারিয়ে ট্রফিটি জেতেন।

ফরাসি এ তারকা গত আসরে চেলসির সে সময়ের কোচ অ্যান্তোনিও কোন্তে ও জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে হটিয়ে পুরস্কারটি ঘরে তোলেন।

এদিকে বিশ্বকাপ ফুটবল ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে দেশ্যম অধিনায়ক ও কোচ হয়ে বিশ্বকাপ জেতার অনন্য কীর্তি অর্জন করেন। ১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলে নেতৃত্বে ছিলেন তিনি। সেবার আবার সতীর্থ হিসেবে ছিলেন জিদান। আর এবারের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে তারকা শিষ্যরা শিরোপায় চুমু খায়।

এদিকে একটি সাধারণ দলকে বিশ্বকাপে অসাধারণ খেলিয়ে ফাইনালে নিয়ে যান ক্রোয়েট কোচ দালিচ। এরই পুরস্কার হিসেবে তালিকায় জায়গা করে নিলেন।

আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে ফিফার অনুষ্ঠানে সেরা কোচের পুরস্কার দেয়া হবে। একই দিন বর্ষসেরা ফুটবলার, সেরা গোলরক্ষক ও সেরা গোলের পুরস্কার দেয়া হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

রোনারদোর পুত্রের চার গোল

রোনারদোর পুত্রের চার গোল

রিয়ালের হ্যাট্টিক জয়ের দিনে ধাক্কা খেল অ্যাথলেটিকো

রিয়ালের হ্যাট্টিক জয়ের দিনে ধাক্কা খেল অ্যাথলেটিকো

অবশেষে বাল্যকালের স্বপ্ন পূরণ করলেন বোল্ট

অবশেষে বাল্যকালের স্বপ্ন পূরণ করলেন বোল্ট

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস