মিরাজুল ইসলামের জোড়া গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে প্রধমবারের মতো শিরোপা জয় করলো বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোল হারিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।
নেপালের মাঠে শুরু থেকে আক্রমণাত্ম খেলা বাংলাদেশ প্রথমার্ধের পাওয়া অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (৪৬তম মিনিট) প্রথম, ম্যাচের ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মিরাজুল।
এরপর ৭০তম মিনিটে তৃতীয় গোল করে রাব্বি হোসেন রাহুল। এখানে অবদান রাখেন মিরাজুল ইসলাম।
ম্যাচের ৮১তম মিনিটে প্রথম গোলের দেখা পায় নেপাল। গোল ব্যবধান কমালেও লাভ হয়নি। অতিরিক্ত সময়ে ম্যাচের ৯৬তম মিনিটের আবারও গোল পেয়ে যায় বাংলাদেশ। এ গোলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবরা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ১০ মিনিট ইনজুরি সময় দেওয়া হয়। সময় নষ্ট না করে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে নেপাল। তবে উল্টো আরও একবার বল নেপালের জালে পাঠায় বাংলাদেশ।
স্বাগতিক হওয়ায় স্টেডিয়ামজুড়ে ছিল নেপালের সমর্থন। একটা সময় বাংলাদেশের ফুটবলারদের লক্ষ্য করে পানির বোতলও ছুঁড়ে মারে তারা। তবে মাঠে খেলায় পেরে ওঠেনি নেপালের ছেলেরা। পুরো সময় আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছে বাংলাদেশের যুবারা।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা জয়। ২০১৭, ২০১৯ এব! ২০২২ আসরে ফাইনালে উঠলেও রানার্স আপ হয়ে মাঠ ছাড়তে হয়েছে। তবে এবার আর সেই আক্ষেপ করতে হলো না। দুইবারের বিজয়ী নেপাল দলকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করলো বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের এ জয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়েছে।