ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াকে উড়িয়ে বাংলাদেশের জার্সি পরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জালাম ভূঁইয়া-এলিটা কিংসলের পথ ধরে এবার লিচেষ্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাচ্ছে বাংলাদেশ।
লাল-সবুজের জার্সিতে দীর্ঘ এক যুগ ধরে খেলা জামাল ভূঁইয়া এখন বাংলাদেশের অধিনায়ক। এলিটা কিংসলে ধারাবাহিক হতে পারেননি। ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন হামজা চৌধুরী।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলে ইংলিশ প্রিমিয়ারশিপের দল লিচেষ্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী গত জুনে লন্ডনে থেকে বাংলাদেশ হাই কমিশন অফিসে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।
মাসখানেক আগেই তার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু হয়েছে। তবে লিচেষ্টার সিটির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে বাংলাদেশি পাসপোর্টটা গ্রহণ করতে পারছিলেন না হামজা। অবশেষে শুক্রবার হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেছেন তার মা রাফিয়া চৌধুরী।
হামজার পাসপোর্ট হাতে পাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে পাসপোর্ট হাতে পেলেও বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেকে হামজা চৌধুরীকে অপেক্ষা করতে হবে।
বাংলাদেশের হয়ে খেলতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং তার ক্লাব লিচেষ্টার সিটির অনুমতির দরকার। এরপর ফিফাকে হামজার কাগজপত্র জমা দিবে বাফুফে। এসব প্রক্রিয়া শেষ হলে হয়তো নভেম্বরে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে।