বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক

ঢাকা শুরু হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল সবুজের দল। আজ সোমবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের কোচ জিমি ডে। তিনি ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেন। কিন্তু সেখানে অধিনায়ক নির্দিষ্ট করেননি।

সংবাদ সম্মেলন শেষে জিমি ডে যখন উঠে যাচ্ছিলেন ঠিক তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন সাফে বাংলাদেশ দলের অধিনায়ক কে? জবাবে তিনি বলেন, ‘আমাদের ২০ জন অধিনায়ক। যে দল ঘোষণা করেছি সে দলের সবাই অধিনায়ক। সবাইকেই দায়িত্ব নিতে হবে। প্রতিটি ম্যাচেই নেতৃত্বে পরিবর্তন আসবে। ভুটানের বিপক্ষে যেকেউ অধিনায়ক হতে পারে।’

মামুনুলের পর বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জামাল ভুঁইয়া। এশিয়ান গেমসে জামালই নেতৃত্ব দিয়েছেন দলকে। নীলফামারিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শাখাওয়াত রনি। মঙ্গলবার ভুটানের বিপক্ষে কোচ কার হাতে আর্মব্যান্ড তুলে দেন দেখার বিষয়।

২০ সদস্যের বাংলাদেশ দল
আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, নাসির চৌধুরী, ওয়ালি ফয়সাল, ফয়সাল মাহমুদ, জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা, রবিউল হাসান, সাদ উদ্দীন ও শাখাওয়াত রনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস

সাফ ফুটবলে বাংলাদেশের গ্রুপে নেপাল-ভুটান-পাকিস্তান

সাফ ফুটবলে বাংলাদেশের গ্রুপে নেপাল-ভুটান-পাকিস্তান

সাফ ফুটবল আয়োজনে প্রস্তুত বাংলাদেশ

সাফ ফুটবল আয়োজনে প্রস্তুত বাংলাদেশ