বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি এবং অর্থ ও রেফারিজ কমিটি থেকেও পদত্যাগ করেছেন আবদুস সালাম মুর্শেদী। বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০০৮ সাল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে থাকা সালাম মুর্শেদী আর্থিক ক্যালেঙ্কারিতে ফিফা থেকে জরিমানার সম্মুখিন হলেও বাফুফেতে নিজের পদে বহাল ছিলেন। তবে সরকার পতনের মাত্র চারদিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে বাফুফের সকল পদ থেকে পদত্যাগ করলেন তিনি।
সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার (৮ আগষ্ট) বাফুফে থেকে পাঠানো এক সংবাত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ৮ আগষ্ট (বৃহস্পতিবার) ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন।
আরও বলা হয়, সাবেক এ তারকা ফুটবলার ২০০৮ সাল থেকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সাথে আবদুস সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানের পদ থেকেও পদত্যাগ করেছেন।
সালাম মুর্শেদী সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। ৫ আগষ্ট (সোমবার) শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাফুফে থেকে তিনজনের পদত্যাগের দাবি তোলে বাংলাদেশ ফুটবলসমর্থকদের সংগঠন বংলাদেশ ফুটবল আলট্রাস।
সেই তিনজনের মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে সালাম মুর্শেদীর নামও ছিল। দাবীর মুখে সালাম মুর্শেদী পদত্যাগ করলেও এখনো কোন কথা বলেননি কাজী সালাহউদ্দিন এবং মাহফুজা আক্তার কিরণ।